আক্বীদাহ
আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি কসম বা শপথ করা যায়?
প্রশ্ন-২: আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি কসম বা শপথ করা যায়?
উত্তর: আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে শপথ করা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু বলেন, সাবধান, নিশ্চয় আল্লাহপাক তোমাদেরকে তোমাদের বাপ-দাদাদের নাম নিয়ে কসম করতে নিষেধ করছেন। কেউ যদি কসম করতে চায় তবে সে যেন আল্লাহর নাম নিয়ে করে অন্যথা যেন নীরব থাকে। (বুখারী ও মুসলিম)
আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত হয়েছে, রাসূল (ﷺ) বলেন, তোমরা স্বীয় বাপ-দাদা বা মা-দাদী-নানী প্রভৃতির নামে কসম করবে না। আর সত্য বিষয় ছাড়া আল্লাহর নামে কসম করবে না। (আবূ দাঊদ, নাসাঈ)
নবী (ﷺ) আরও বলেন, যে ব্যক্তি আল্লাহছাড়া অন্যের নামে শপথ করবে সে কুফরী করবে অথবা শিরক করবে। (মুসনাদ আহমাদ)
সংকলক: শাইখ মুহা: আব্দুল্লাহ আল কাফী