আক্বীদাহ
মহান আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কি?
প্রশ্নঃ মহান আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কি?
উত্তরঃ মহান আল্লাহ্র প্রথম সৃষ্টি কলম। মহানবী (সঃ) বলেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম যে জিনিস সৃষ্টি করেন, তা হল কলম। তিনি তাঁকে বললেন, ‘লিখো’। সে বলল, ‘প্রভু! কি লিখব?’ তিনি বললেন, ‘কিয়ামত পর্যন্ত প্র্যত্যেক জিনিসের ভাগ্য লিখো।’
৩৮ (আবূ দাউদ ৪৭০২, তিরমিযী ২১৫৫ নং)
সূত্রঃ দ্বীনী প্রশ্নোত্তর
লেখকঃ আব্দুল হামিদ ফাইযী আল মাদানী