জানাযা

প্রশ্ন : মৃতের গোসল করানোর ছহীহ পদ্ধতি কেমন?

উত্তর : মাইয়েতকে দ্রুত গোসল করানো ও কাফন-দাফনের ব্যবস্থা করা সুন্নাত (ছহীহ বুখারী, হা/১৩১৫, (ইফাবা হা/১২৩৬, ২/৩৯২ পৃ.); মিশকাত, হা/১৬৪৬)।

গোসলের সময় পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং পূর্ণ আদবের সাথে বরইপাতা দেয়া পানি এবং সাবান দিয়ে গোসল করাবে (ছহীহ বুখারী, হা/১২৫৩, ১২৫৪, (ইফাবা হা/১১৮০, ২/৩৬২ পৃ.); মিশকাত, হা/১৬৩৪; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৫৪৬, ৪/৪৮)।

সুন্নাতী তরীকা মোতাবেক গোসল করাতে সক্ষম এমন নিকটাত্মীয় বা অন্য কেউ মাইয়েতকে গোসল করাবেন (দারাকুৎনী, হা/১৮৭৩, সনদ হাসান; মুস্তাদরাক হাকেম, হা/১৩৩৯; আহকামুল জানাইয, পৃ. ৫০)।

স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে গোসল করাবেন (ইবনু মাজাহ, হা/১৪৬৫; ইরওয়াউল গালীল, হা/৭০০, ৩/১৬০ পৃ.; হাকেম, হা/৪৭৬৯; বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/৬৯০৭; বায়হাক্বী, মা‘রেফাতুস সুনান ওয়াল আছার, হা/২১৫৭; দারাকুৎনী, হা/১৮৭৩; সনদ হাসান, ইরওয়াউল গালীল, হা/৭০১)।

জিহাদের ময়দানে নিহত শহীদকে গোসল দিতে হয় না (ছহীহ বুখারী, হা/১৩৪৩, (ইফাবা হা/১২৬২, ২/৪০৫ পৃ.); বুলূগুল মারাম, হা/৫৩৭; তালখীছ, পৃ. ২৮-৩৩)।

উল্লেখ্য, পানি না পাওয়া গেলে মাইয়েতকে তায়াম্মুম করাবে (ফিক্বহুস সুন্নাহ, ১/২৬৭; সূরা আন-নিসা : ৪৩; সূরা আল-মায়েদাহ : ৬)।

প্রথমে ‘বিসমিল্লাহ’ বলে মাইয়েতের ডান দিক থেকে ওযূর অঙ্গগুলো ধৌত করবে (ছহীহ বুখারী, হা/১২৫৪, (ইফাবা হা/১১৮০, ২/৩৬২ পৃ.); ছহীহ মুসলিম, হা/৯৩৯; মিশকাত, হা/১৬৩৪; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৫৪৬, ৪/৪৮ পৃ.)।

ধোয়ানোর সময় হাতে ভিজা ন্যাকড়া রাখবে। তিনবার বা তিনের অধিক বেজোড় সংখ্যায় পানি ঢালা যাবে। গোসল শেষ করার পর সুগন্ধি লাগাবে। মাইয়েত মহিলা হলে চুলের তিনটি বেণী করে পিছনে ছড়িয়ে দেবে (ছহীহ বুখারী, হা/১২৫৩, ১২৫৪, (ইফাবা হা/১১৮০, ২/৩৬২ পৃ.); মিশকাত, হা/১৬৩৪; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৫৪৬; তালখীছ, পৃ, ২৮-৩০)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
Back to top button