যাকাত

সময় মত ফিতরা আদায় না করে বিলম্ব করা

প্রশ্নঃ আমি সফরে থাকায় ফিতরা পরিশোধ করতে ভুলে গেছি। আমার সফর ছিল ২৭ শে রমযান। আমি এখন পর্যন্ত ফিতরা আদায় করিনি?

উত্তরঃ আলহামদুলিল্লাহ।

যদি কেউ মনে থাকা সত্ত্বেও সময় মত ফিতরা আদায় না করে দেরী করে তাহলে সে গুনাহগার হবে। তার উপর আবশ্যক হবে আল্লাহ্‌র কাছে তওবা করা এবং কাযা পরিশোধ করা। কারণ এটি এমন একটি ইবাদত সময় পার হয়ে গেলে শেষ; নামাযের মত। যেহেতু প্রশ্নকারী উল্লেখ করেছেন যে, তিনি সময় মত পরিশোধ করতে ভুলে গেছেন এক্ষেত্রে তার উপর গুনাহ বর্তাবে না। তবে, তাকে কাযা পরিশোধ করতে হবে। তার গুনাহ না হওয়ার দলিল হচ্ছে ভুলে যাওয়া ব্যক্তির উপর থেকে পাপের দায় রহিত করার দলিলসমূহের সাধারণ হুকুম। আর তার উপর কাযা আবশ্যক করার কারণ হল ইতিপূর্বে যে কারণ উল্লেখ করা হয়েছে সেটি।

আল্লাহ্‌ই তাওফিকদাতা।

Source: islamqa.info 

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button