যাকাত

চেচনিয়ার মুসলমানদেরকে যাকাত দেয়া

প্রশ্ন: রাশিয়ার আগ্রাসনের কারণে বর্তমানে চেচনিয়াবাসী যে পরিস্থিতির মধ্যে আছে এ অবস্থায় চেচনিয়ার মুসলমানদেরকে যাকাত দেয়া কি জায়েয হবে?

উত্তরঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।


হ্যাঁ, চেচনিয়ার মুসলমানদেরকে যাকাত দেয়া জায়েয হবে। শরণার্থী তাবুতে অথবা অন্য যে কোন স্থানে বসবাসকারী বেসামরিক লোক হলে তারা ফকির ও মিসকীনের মধ্যে পড়বে। বরঞ্চ তাদের অনেকে কাফের রুশদের বিরুদ্ধে জিহাদে রত আছে বিধায় যাকাতের অষ্টখাতের একটি“আল্লাহর রাস্তায়”এর অধীনে পড়বে। আয়াতে কারীমাতে যাকাতের এ খাতকে “এবং আল্লাহর রাস্তায়” হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন মুসলমানদেরকে বিজয়ী করেন এবং কাফেরদেরকে অপমানিত-অপদস্থ করেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর পরিবার-পরিজন ও সঙ্গিসাথীদের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।

সূত্রঃ islamqa.info

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button